- মক্কায় মালা গঠনের উদ্দেশ্য ছিল—
(i) গােত্রীয় ভারসাম্য রক্ষা করা
(ii) শান্তি ও শৃঙ্খলা কায়েম করা
(iii) মক্কার প্রশাসন তদারক করা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii - তৎকালীন আরবে আরবি ভাষা বলার জন্য বিখ্যাত ছিল-
(ক) হাসেম গােত্র
(গ) সাদ গােত্র
(খ) উমাইয়া গােত্র
(ঘ) তাইম গােত্র - উটের পর আরবদের দৈনন্দিন জীবনে কোনটির স্থান?
(ক) অশ্ব
(খ) হস্তী
(গ) দুম্বা
(ঘ) ছাগল - জাহেলিয়া বলতে বােঝায়–
(i) তমশা
(ii) বর্বরতা
(iii) কুসংস্কার
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii - পিরামিড নির্মাণের মূল উদ্দেশ্য কী?
(ক) ঐশ্বর্য প্রদর্শন
(গ) বিপদে আশ্রয় গ্রহণ
(খ) মৃতদেহ সংরক্ষণ
(ঘ) শাসনকার্য পরিচালনা - প্রাক-ইসলামি আরবের অধিবাসীরা ইতিহাসে সুখ্যাতি অর্জন করে। এ বিষয়টির সাথে সম্পৃক্ত রয়েছে-
(i) ভাষার দক্ষতা
(ii) অপূর্ব বাগ্মিতা
(iii) প্রখর স্মৃতিশক্তি
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii - লিখন পদ্ধতি চিত্র ইত্যাদির আবিষ্কারের সাথে কাদের নাম জড়িত?
(ক) মেসােপটেমীয় সভ্যতার লােকদের
(খ) গ্রিক সভ্যতার লােকদের
(গ) রােমান সভ্যতার লােকদের
(ঘ) সিন্ধু সভ্যতার লােকদের - আরবের তিন দিকে কী?
(ক) জলরাশি
(খ) মরুভূমি
(গ) পর্বতমালা
(ঘ) মালভূমি - মালার প্রধান কাজ ছিল
(i) উকাজ মেলা পরিচালনা করা
(ii) মক্কার প্রশাসন তদারক করা
(iii) মক্কার নিরাপত্তা বিধান করা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii - আরবের একটি অঞল উষ্ণতার জন্য গ্রীষ্মকালে ব্যবহার অনুপযােগী হয়ে ওঠে। উক্ত অঞ্চল নিচের কোনটিকে নির্দেশ করেছে?
(ক) নুফুদ
(খ) নজদ
(গ) হাররাহ
(ঘ) দাহনা - ‘আইয়ামে-জাহেলিয়া বলতে বােঝায় –
(i) ইসলামপূর্ব যুগকে
(ii) অন্ধকার যুগকে
(iii) ইসলাম আবির্ভাবের পূর্ববর্তী এক শতাব্দীকে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii - আরবের তিন দিকে পানি থাকলেও অন্যদিকে—
(i) পাহাড়
(ii) মরুভূমি
(iii) উপত্যকা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii - মিসরে গণিত শাস্ত্রের সৃষ্টি হয়েছিল-
(i) সংসারের খরচ নির্বাহ করতে গিয়ে
(ii) উৎপাদন খরচ নির্ধারণ করতে গিয়ে
(iii) উৎপাদিত পণ্যের পরিমাণ নির্ধারণ করতে গিয়ে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii - জাজিরাতুল আরব এশিয়া মহাদেশের কোন অঞ্চলে অবস্থিত?
(ক) উত্তর-পশ্চিম
(গ) উত্তর-দক্ষিণ
(খ) দক্ষিণ-পশ্চিম
(ঘ) উত্তর-পূর্ব - প্রাক-ইসলামি আরবে সুদের ব্যবসা একচেটিয়াভাবে নিয়ন্ত্রণ করত—
(ক) ইহুদিরা
(গ) পৌত্তলিকরা
(খ) খ্রিষ্টানরা
(ঘ) যাযাবররা - কোন শাসকের আমলে রােমে খ্রিষ্টধর্ম রাষ্ট্রধর্মের মর্যাদা লাভ করে?
(ক) জুলিয়াস সিজার
(গ) কনস্টানটাইন
(খ) অগাস্টাস
(ঘ) টিটাস - আরবদের দার্শনিক-
(ক) আল কিন্দি
(খ) আল ফারাবি
(গ) এরিস্টটল
(ঘ) সফোক্লিস - শহরবাসী আরবগণ নিজেদের জীবনমানকে উন্নত করেছিল—
(i) কৃষির মাধ্যমে
(ii) বাণিজ্যের মাধ্যমে
(iii) লুটপাটের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii - আলিম চৌধুরীর মৃত্যুর পর তার দেহকে পচনের হাত থেকে বাঁচাতে মমি করে রাখা হলাে। এটির সাথে মিল রয়েছে কোন সভ্যতার?
(ক) মিসরীয়
(খ) রােমান
(গ) সুমেরীয়
(ঘ) গ্রিক - জাহেলিয়া যুদ্ধে চারণ কবিরা ও রণরঙ্গিনী নারীরা বীর রসাত্মক সংগীত গেয়ে যােদ্ধাদের উৎসাহিত করত। এর ফলে –
(i) যুদ্ধ ব্যাপক হারে বৃদ্ধি পেত
(ii) যুদ্ধ দীর্ঘস্থায়ী হতাে
(iii) যুদ্ধ গতিশীল হতাে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii - রােমান আইনের সর্বোচ্চ আইন ও সবচেয়ে উল্লেখযােগ্য দিক-
(i) ফৈৗজদারি আইন
(ii) প্রাকৃতিক আইন
(iii) দেওয়ানি আইন
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii - জাহেলিয়া যুগে কন্যাসন্তানের জীবন্ত কবর দেওয়ার কারণ কী ছিল?
(ক) নারীর সংখ্যা বৃদ্ধি পাওয়া
(গ) যােগ্যতার অভাব
(খ) উপার্জনে অক্ষমতা
(ঘ) অভিশপ্ত মনে করা - মিসরকে নীল নদের দান বলা হয়। কারণ এর প্রভাবে মিসরের
(i) যােগাযােগ ব্যবস্থা উন্নত হয়
(ii) ভূমি উর্বর হয়
(iii) সভ্যতা গড়ে ওঠে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii - কোন কবিকে আরবদের ডেভিড বলা হতাে?
(ক) আন তারা ইবন-শাদ্দাদ
(গ) আমর ইবন-কুলসুম
(খ) লাবিদ ইবন-রাবিয়া
(ঘ) ইমরুল কায়েস - অলিম্পিক খেলা প্রচলিত হয়েছিল কেন?
(ক) শুধু বিনােদনের জন্য
(খ) বিভিন্ন নগররাষ্ট্রের মধ্যে শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে
(গ) গ্রিক বীরদের বীরত্ব দেখানাের জন্য
(ঘ) বাণিজ্যিক উদ্দেশ্যে - সৈয়দপুর গ্রামের কৃষকেরা একজন লােকের কাছে ঋণী। তারা ঋণের চেয়েও অধিক টাকা তাকে দেয়। এ ঘটনাটি মনে করিয়ে দেয় জাহেলিয়া যুগের-
(i) সুদ প্রথা
(ii) মহাজনি প্রথা
(iii) বিনিময় প্রথা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii - প্রাচীন মিসরে বিজ্ঞান ও জ্যোতির্বিদ্যা চর্চা হতাে কেন?
(ক) পানিপ্রবাহ পরিমাপের জন্য
(গ) রাজাদের আগ্রহ
(খ) ধর্মীয় কারণে
(ঘ) কৃষিকাজের উন্নতি - প্রথম নগররাষ্ট্র প্রথম প্রতিষ্ঠিত করে কারা?
(ক) ব্যাবিলনীয়রা
(গ) গ্রিকরা
(খ) মিসরীয়রা
(ঘ) রােমানরা
উদ্দীপকটি পড়ে নিচের দু’টি প্রশ্নের উত্তর দাও-
একসময় পৃথিবীতে একটি বিশেষ অঞ্চলের লােকজন অবিচার, অনাচার, কলহ, বিবাদ, নারীর প্রতি অসম্মান করত এবং মানুষকে দাস হিসেবে বিক্রয় করত। কিন্তু তারা কাব্য রচনায় দক্ষ ছিল। - ঐ যুগের কাব্যের মাধ্যমে আমরা জানতে পারি
(ক) তাদের সমাজব্যবস্থার পরিচয়
(খ) তাদের বৈদেশিক বাণিজ্য সম্পর্কে
(গ) তাদের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে
(ঘ) তাদের ন্যায়পরায়ণতা সম্পর্কে - উদ্দীপকে বর্ণিত সময়কে বলা হয়—
(i) মধ্যযুগ
(ii) পাথরের যুগ
(iii) আইয়ামে জাহেলিয়া
নিচের কোনটি সঠিক?
(ক) i
(খ) ii
(গ) iii
(ঘ) i, ii ও iii
অনলাইনে সকল বিষয়ের উপর পরিক্ষা দিতে চাইলে ONLINE EXAM এখানে ক্লিক করুন!