কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তা
প্রশ্ন ১। কম্পিউটার কী?
উত্তর : কম্পিউটার একটি অত্যাধুনিক ইলেকট্রনিক যন্ত্র, যা নিজস্ব স্মৃতিভাণ্ডারে সুনির্দিষ্ট এক বা একাধিক কাজের নির্দেশাবলি সংরক্ষণ করে রাখে এবং বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তা বিশ্লেষণ এবং উপস্থাপন করে।
প্রশ্ন ২। আইসিটি যন্ত্রগুলাে কিসের মাধ্যমে পরিচালিত হয়?
উত্তর : আইসিটি যন্ত্রগুলাে সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হয়।
প্রশ্ন ৩। প্রােগ্রাম কী?
উত্তর : সমস্যা সমাধান বা কার্য সম্পাদনের উদ্দেশ্যে কম্পিউটারের ভাষায় ধারাবাহিকভাবে সাজানাে নির্দেশমালাকে প্রােগ্রাম বলে।
প্রশ্ন ৪। সফটওয়্যার কী?
উত্তর : প্রােগ্রাম বা প্রােগ্রাম সমষ্টি যা কম্পিউটারের Hardware ও ব্যবহারকারীর মাধ্যমে সম্পর্ক সৃষ্টির মাধ্যমে হার্ডওয়্যারকে কার্যক্ষম করে তাকেই সফটওয়্যার বলে ।
প্রশ্ন ৫। VIRUS এর পূর্ণ রূপ কী?
উত্তর : VIRUS এর পূর্ণরূপ হলাে Vital Information and Resources Under Siege
প্রশ্ন ৬। কম্পিউটার ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে কী ব্যবহার করা হয়?
উত্তর : কম্পিউটার ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে এন্টিভাইরাস (Antivirus) ব্যবহার করা হয় ।
প্রশ্ন ৭। আইসিটির যুগে তথ্য নিরাপত্তায় ব্যবহৃত তালার নাম কী?
উত্তর : আইসিটির যুগে তথ্য নিরাপত্তায় ব্যবহৃত তালার নাম হলাে password |
প্রশ্ন ৮1 E-mail এর পূর্ণরূপ কোনটি?
উত্তর : E-mail এর পূর্ণরূপ হলাে Electronic mail ।
প্রশ্ন ৯। ই-মেইল কী?
উত্তর : ই-মেইল বা electronic rail বর্তমানে বহুল ব্যবহৃত একটি যােগাযােগের মাধ্যম যা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে বা ন্যাক্স মেশিনে তথ্য পাঠায়।
প্রশ্ন ১০। Trojan Horse কী?
উত্তর : Trojan [Horse হলাে এক ধরনের ভাইরাস যা কম্পিউটারের ক্ষতি করে।
প্রশ্ন ১১। ফেসবুক (Facebook) কী ধরনের মাধ্যম?
উত্তর : ফেসবুক (Facebook) একটি সামাজিক যােগাযােগের মাধ্যম।
প্রশ্ন ১২। একটি সামাজিক নেটওয়ার্কের নাম লেখ ।
উত্তর : একটি সামাজিক নেটওয়ার্কের নাম হলাে twitter।
প্রশ্ন ১৩। কম্পিউটার গেম কী ধরনের মাধ্যম?
উত্তর : কম্পিউটার গেম এক ধরনের বিনােদন মাধ্যম।
প্রশ্ন ১৪ | সফটওয়্যার পাইরেসি কী?
উত্তর : কোনাে ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক উন্নয়নকৃত বিভিন্ন ধরনের সফটওয়্যার ঐ ব্যক্তি বা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক অনুমতি ব্যতীত নকল করাকে সফটওয়্যার পাইরেসি (Software Piracy) বলা হয়। এটি একটি নৈতিকতা বিরােধী কাজ।
প্রশ্ন ১৫। কপিরাইট আইনের লক্ষ্য কী?
উত্তর : কপিরাইট আইনের লক্ষ্য হলাে স্রষ্টা বা মালিকের তার সৃষ্টি অধিকারত্ব প্রদান করা এবং তার সৃষ্টির সুরক্ষা প্রদান করা।
প্রশ্ন ১৬। বাংলাদেশে কত সালে তথ্য অধিকার আইন চালু হয়েছে?
উত্তর : বাংলাদেশে ২০০৯ সালে তথ্য অধিকার আইন চালু হয়েছে ।
প্রশ্ন ১৭। সাধারণত কম্পিউটারের কোন অংশের ক্ষেত্রে ট্রাবলশুটিং কথাটি ব্যবহৃত হয়ে থাকে?
উত্তর : সাধারণত কম্পিউটারের হার্ডওয়্যার অংশের ক্ষেত্রে ট্রাবলশুটি=কথাটি ব্যবহৃত হয়ে থাকে।
প্রশ্ন ১৮। BSA এর পূর্ণরূপ কোনটি?
উত্তর : BSA এর পূর্ণরূপ হলাে Business Software Alliance ।
প্রশ্ন ১৯ । RAM কী?
উত্তর : RAM হলাে কম্পিউটারের অস্থায়ী তথ্যের ভাণ্ডার যেখানে কম্পিউটারের প্রতি মুহূর্তে চলমান সব ডাটা এবং তথ্য সংরক্ষণ করা হয় ।
প্রশ্ন ২০। কম্পিউটার মনিটর কী ধরনের ডিভাইস?
উত্তর : কম্পিউটারের মনিটর আউটপুট ডিভাইস।
প্রশ্ন ২১। একটি কম্পিউটার অপারেটিং সিস্টেমের নাম লেখ।
উত্তর : একটি কম্পিউটার অপারেটিং সিস্টেমের নাম হলাে— Windows Operating System
প্রশ্ন ২২। কম্পিউটারের একটি আউটপুট যন্ত্রের নাম লেখ।
উত্তর : কম্পিউটারের একটি আউটপুট যন্ত্রের নাম হলাে প্রিন্টার ।
প্রশ্ন ২৩। ইনপুট কাকে বলে?
উত্তর : ইনপুট হলাে প্রােগ্রাম ও ডাটা গ্রহণকারী কম্পিউটারের অংশ।
প্রশ্ন ২৪। মেমােরি বা স্মৃতি কী?
উত্তর : ডেটা সংরক্ষণের জন্য ব্যবহৃত মাধ্যম বা ধারককে কম্পিউটারের মেমােরি বা স্মৃতি।
প্রশ্ন ২৫। একটি মাইক্রোব্লগিংয়ের ওয়েবসাইটের নাম লেখ ।
উত্তর : একটি মাইক্রোব্লগিংয়ের ওয়েবসাইটের নাম হলাে টুইটার (twitter)।
প্রশ্ন ২৬। সমস্যার উৎস নির্ণয়ের প্রক্রিয়াকে কী বলে?
উত্তর : সমস্যার উৎস নির্ণয়ের প্রক্রিয়াকে বলে ট্রাবল শুটিং।
প্রশ্ন ২৭।কপিরাইট আইনের লক্ষ্য কী?
উত্তর : কপিরাইট আইনের লক্ষ্য হলাে স্রষ্টা বা মালিকের তার সৃষ্টি অধিকারত্ব প্রদান করা এবং তার সৃষ্টির সুরক্ষা প্রদান করা।
প্রশ্ন ২৮। কয়েকটি সামাজিক নেটওয়ার্কিং সাইটের নাম লেখ
উত্তর : কয়েকটি সামাজিক নেটওয়ার্কিং সাইটের নাম হলাে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, গুগলপ্লাস, মাইস্পেস, ডিগ, লিংকডইন।
প্রশ্ন ২৯। Narcissism কাকে বলে?
উত্তর : সব মানুষের ভিতরেই নিজেকে প্রকাশ করার একটা ব্যাপার রয়েছে কিংবা নিজেকে নিয়ে মুগ্ধ থাকার এক ধরনের গুপ্ত আকাক্ষা থাকে, সেটাকে মনােবিজ্ঞানের ভাষায় Narcissism বলে ।
প্রশ্ন ৩০। আসক্তি বলতে কী বােঝানাে হয়?
উত্তর : আসক্তি বলতে বােঝায় যখন একজন ব্যক্তি বা ব্যবহাকারী জানে সে যে কাজটি করছে তা সঠিক নয় তারপরও সে কাজটি ছাড়তে পারে। অর্থাৎ কাজটি না করে থাকতে পারে না ।
প্রশ্ন ৩১। সামাজিক নেটওয়ার্কের সাইটগুলাের সাফল্য নির্ভর করে কিসের উপর?
উত্তর : সামাজিক নেটওয়ার্কের সাইটগুলাের সাফল্য নির্ভর করে সাইটগুলাে কুতাে দক্ষতার সাথে এটি ব্যবহারকারীদের চাহিদা পূরণ করতে পারে।
প্রশ্ন ৩২। কখন কম্পিউটার গেম একটি সুস্থ বিনােদনের মতাে কাজ করে?
উত্তর : কম্পিউটার গেমকে যদি বিনােদন হিসেবে গ্রহণ করে একে মাত্রার ভিতর ব্যবহার করা হয় তবে কম্পিউটার গেম সুস্থ বিনােদনের মতাে কাজ করে।
প্রশ্ন ৩৩। সামাজিক নেটওয়ার্কের সাইট কোন উদ্দেশ্যে তৈরি করা হয়েছে?
উত্তর : সামাজিক নেটওয়ার্কের সাইট একে অন্যের সাথে যােগাযােগ করতে এবং একটা বিশেষ আদর্শ বা মতবাদকে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে
প্রশ্ন ৩৪। অ্যাপ্লিকেশন সফটওয়্যার কাকে বলে?
উত্তর : ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেট প্রক্রিয়াকরণের জন্য ব্যবহৃত প্রোগ্রামকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বা ব্যবহারিক সফটওয়্যার বলা হয় ।
প্রশ্ন ৩৫। কয়েকটি সামাজিক নেটওয়ার্কিং সাইটের নাম লেখ।
উত্তর : কয়েকটি সামাজিক নেটওয়ার্কিং সাইটের নাম হলাে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, গুগলপ্লাস, মাইস্পেস, ডিগ, লিংকডইন।
প্রশ্ন ৩৬। ভাইরাস কোন কোন মাধ্যম ব্যবহারে ছড়িয়ে পড়তে পারে?
উত্তর : ভাইরাস সিডি বা ডিভিডি, পেনড্রাইভ, হার্ডডিস্ক, ইন্টারনেট মাধ্যমসমূহ ব্যবহারে ছড়িয়ে পড়তে পারে ।
প্রশ্ন ৩৭। বহুল প্রচলিত একটি সামাজিক যােগাযােগের সাইটের নাম বল।
উওর : Facebook,