প্রিয় শিক্ষার্থী বৃন্দ।
আসসালামু আলাইকুম!
আশা করি সবাই ভাল আছ। তোমরা যারা SSC ও HSC পরিক্ষার্থী আছ তাদের জন্য ICT POINT BD একটি অনলাইন বেস্ট লার্নিং প্লাটফর্ম হতে পারে। এই ওয়েবসাইটিতে তোমাদের একাডেমিক প্রত্তেকটি বিষয় নিয়ে আলোচনা করা আছে। বিশেষ করে এইচএসসি আইসিটি, ইংরেজি ও বাংলা থেকে শুরু করে ডিপার্টমেন্টের বিষয়গুলো সম্পর্কে ভাল ভাবে দেওয়া আছে। আশা করছি এখান থেকে ভাল কিছু শিখতে ও জানতে পারবে। এখানে যা যা থাকবে…!
- বিষয় ভিত্তিক প্রশ্নের সমাধান ও সাজেশন।
- বিষয় ভিত্তিক বোর্ড প্রশ্ন ও বহুনির্বাচনি প্রশ্ন সমাধান।
- ফ্রি নোট ও সাজেশন ডাউনলোড পিডিএফ আকারে।
- অনলাইন পরিক্ষা অধ্যায় ভিত্তিক এবং মডেল টেস্ট।
- বহুনির্বাচনি প্রাক্টিস সহ অন্যান্য বিষয়ের মুল্যায়ন।
এই একুশ শতকের যুগেএকজন শিক্ষার্থী তার পড়াশুনায় সাচ্ছন্দ্যবোধ করে অনলাইন প্লাটফর্ম এর মাধ্যমে। উপযুক্ত ক্ষেত্রে একজন শিক্ষার্থী তার মেধার বিকাশ ঘটাতে প্রাক্টিস এর বিকল্প কিছু নেই আর সেটা যদি হয় অনলাইন নির্ভর। ঠিক সেই দিকগূলোকে বিবেচনা করে তোমাদের সুবিধার জন্য এই আয়োজন। তোমরা তোমাদের জ্ঞানকে যেন অধিক প্রাক্টিস এর মাধ্যমে আরো প্রসার ঘটাতে পার সেই জন্য অনলাইন অধ্যায় ভিত্তিক টেস্ট এর মাধ্যমে তোমরা তোমাদের অনুশীলন চালিয়ে যেতে পারবে। “It can be good helper for your learning purpose”.
আমাদের ওয়েবসাইট যদি তোমাদের কোন মতামত থাকে তাহলে জানিয়ে দিতে পার কমেন্ট এর মাধ্যমে। আর একটুখানি ভাল লেগে থাকে বা উপকার পেয়ে থাক তাহলে তোমার এই শেখার প্লাটফর্ম টি জানিয়ে দাও তোমার বন্ধুর কাছে যাতে সেও এখান থেকে কিছু শিখতে পারে।
সর্বপরি তোমাদের সফলতাই আমাদের সফলতা ✌️
ধন্যবাদ পাশে থাকার জন্য!