ইসলামের ইতিহাস ২য় পত্রের ১ম অধ্যায়ের গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী
উদ্দীপকটি পড়ে নিচের দু’টি প্রশ্নের উত্তর দাও-
মুইজউদ্দিন মুহাম্মদ ঘুরি ভারতের উত্তর অঞ্চলে মুসলিম শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে অভিযান পরিচালনা করেন এবং সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন।
- মুহাম্মদ ঘুরির সাথে সুলতান মাহমুদের ভারত অভিযানের পার্থক্য কোথায়?
(ক) সম্পদ আহরণের দিক দিয়ে
(খ) ধর্ম প্রচারের দিক দিয়ে
(গ) সাম্রাজ্য প্রতিষ্ঠার দিক দিয়ে
(ঘ) বীরত্ব প্রকাশের দিক দিয়ে - মুহাম্মদ ঘুরি অপেক্ষা সুলতান মাহমুদ বেশি কৃতিত্বের অধিকারী। কারণ তিনি
(i) অপরাজেয় বিজেতা
(ii) শিল্প ও সংস্কৃতি চর্চায় বেশি অনুরাগী
(iii) ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছেন
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
উদ্দীপকটি পড়ে নিচের দু’টি প্রশ্নের উত্তর দাও-
নেপােলিয়নের মতাে ধীরস্থিরভাবে যুদ্ধ করে ‘X’ নামক ব্যক্তি ইতিহাসে দিগ্বিজয়ী বীর হিসেবে পরিচিত হয়ে আছেন। তার অসাধারণ রণ-কৌশল আর সাংগঠনিক দক্ষতা ভারতবর্ষ অভিযানে তাকে স্থায়ী সাফল্য এনে দিয়েছিল । - উদ্দীপকে ‘X’ ব্যক্তির মাধ্যমে কোন বিখ্যাত ব্যক্তিকে বােঝানো হয়েছে?
(ক) মুহাম্মদ বিন কাসিম
(গ) মুহাম্মদ ঘুরি
(খ) সম্রাট বাবর
(ঘ) সুলতান মাহমুদ
4.
(i)
(ii)
(iii)
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii - মুহাম্মদ ঘুরির ভারত অভিযানের কারণ ছিল—
(i) সাম্রাজ্য প্রতিষ্ঠা
(ii) ইসলাম প্রচার
(iii) নিজ রাজ্যের নিরাপত্তা বিধান
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii - বখতিয়ার খলজির জন্মস্থান আফগানিস্তানের কোথায়?
(ক) ঘুরে
(খ) গজনিতে
(গ) গমশিরে
(ঘ) কুন্দুজ-এ - মুহাম্মদ ঘুরির ভারত আক্রমণকালে ভারতে ঐক্য ও দেশাত্মবােধ গড়ে ওঠেনি কেন?
(ক) সামাজিক অবক্ষয়ের জন্য
(খ) ধর্মীয় কোন্দলের জন্য
(গ) অর্থনৈতিক বিপর্যয়ের জন্য
(ঘ) যুদ্ধকে ভয় পাওয়ার জন্য - পৃথ্বিরাজ কোন বংশের রাজা ছিলেন?
(ক) সেন
(খ) পাল
(গ) ঘুর
(ঘ) চৌহান - হাজ্জাজ বিন ইউসুফ উমাইয়া সাম্রাজ্যের কোন অঞ্চলের শাসনকর্তা ছিলেন?
(ক) পূর্বাঞ্চলের
(গ) উত্তরাঞ্চলের
(খ) দক্ষিণাঞ্চলের
(ঘ) পাঞ্জাবের - ভারতের রাজনৈতিক ইতিহাসে তরাইনের দ্বিতীয় যুদ্ধের ভূমিকা গুরুত্বপূর্ণ হওয়ার যৌক্তিক কারণ কোনটি?
(ক) তরাইনের প্রথম যুদ্ধের গ্লানি মুছে ফেলা সম্ভব হয়
(খ) রাজপুত রাজ পৃথ্বিরাজের শােচনীয় পতন ঘটে
(গ) মুসলিম আধিপত্য দিল্লির উপকণ্ঠ পর্যন্ত বিস্তৃত হয়
(ঘ) মুহাম্মদ ঘুরির শােচনীয় পরাজয় ঘটে - তরাইনের যুদ্ধ কার কার মধ্যে সংঘটিত হয়?
(ক) মুহাম্মদ বিন কাসিম ও রাজা দাহির
(খ) মুহাম্মদ ঘুরি ও পৃথ্বিরাজ চৌহান
(গ) মুহাম্মদ ঘুরি ও জয়চন্দ্র
(ঘ) জয়চন্দ্র ও দাহির - ঘুরি বংশের রাজধানী কোথায় ছিল?
(ক) লাহাের
(খ) গজনি
(গ) কুন্দুজ
(ঘ) গরমশির - মুহাম্মদ ঘুরির ভারত অভিযানের সময় বাংলায় কার রাজত্ব ছিল?
(ক) জয়পালের
(গ) লক্ষ্মণ সেনের
(খ) বিজয়চাদের
(ঘ) পৃথ্বিরাজের - বখতিয়ার খলজি কত সালে বাংলা অধিকার করেন?
(ক) ১১০৪
(খ) ১২০৪
(গ) ১৩০৪
(ঘ) ১৪০৪ - মুহাম্মদ ঘুরির ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা সম্ভব হয় কেন?
(ক) হিন্দুদের অনৈক্যের কারণে
(খ) মুসলিম বাহিনীর অদম্য সাহসের কারণে
(গ) হিন্দু রাজাদের দুর্বলতার কারণে
(ঘ) মুহাম্মদ ঘুরির আত্মবিশ্বাসের কারণে - কত সালে মুইজউদ্দিন শিহাব উদ্দিন’ উপাধি নিয়ে গজনির সিংহাসনে বসেন?
(ক) ১১৭০
(খ) ১১৭৩
(গ) ১১৭৫
(ঘ) ১১৭৮
উদ্দীপকটি পড়ে নিচের দু’টি প্রশ্নের উত্তর দাও-
সুলতান ‘A’ ভারতবর্ষে মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা। ১১৯১ সালে তার সাথে এক হিন্দু শাসকের যুদ্ধ হয়। যুদ্ধে ‘A’ সুলতান পরাজিত হয়। সুলতানের সেনাবাহিনীতে আফগান, খিলজি ও তুর্কি সৈন্য ছিল। - . উদ্দীপকে কোন যুদ্ধের কথা বলা হয়েছে?
(ক) পানিপথের প্রথম যুদ্ধ
(গ) তরাইনের প্রথম যুদ্ধ
(খ) খানুয়ার যুদ্ধ
(ঘ) তরাইনের দ্বিতীয় যুদ্ধ - উদ্দীপকে সুলতানের সাথে তােমার পঠিত কোন মুসলিম সুলতানের মিল আছে?
(ক) সুলতান মাহমুদ
(গ) মুহাম্মদ বিন কাসিম
(খ) মুহাম্মদ ঘুরি
(ঘ) বখতিয়ার খলজি
উদ্দীপকটি পড়ে নিচের দু’টি প্রশ্নের উত্তর দাও-
‘ক’ দেশে ইতােপূর্বে অনেকেই স্থায়ী শাসন প্রতিষ্ঠার প্রয়াস চালিয়ে ব্যর্থ হন। বাসিত কৌশলে ঐ দেশে সফল অভিযান পরিচালনায় সক্ষম হন। তিনি বিজিত দেশে সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করে স্বদেশে ফিরে যান - উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ বিজেতা হলেন-
(ক) মুহাম্মদ বিন কাসিম
(গ) মুহাম্মদ ঘুরি
(খ) সুলতান খসরু মালিক
(ঘ) কুতুবউদ্দিন আইবেক - উক্ত বিজেতার অভিযানের ফলাফল ছিল—
(i) রাজপুতদের দুর্বলতা প্রকাশ
(ii) মুসলিম সৈন্যদের শ্রেষ্ঠত্ব প্রমাণ
(iii) বিজিত অঞ্চলে বিজেতার প্রত্যক্ষ শাসন
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii - তরাইনের দ্বিতীয় যুদ্ধের ফলে—
(i) ভারতে মুসলিম সাম্রাজ্য স্থাপিত হয়
(ii) রাজপুতদের প্রাধান্য খর্ব হয়
(iii) বাণিজ্যিক পথ সুগম হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
উদ্দীপকটি পড়ে নিচের দু’টি প্রশ্নের উত্তর দাও-
জনাব ‘ক’ সমগ্র বিশ্বকে নিজ বশে আনার আকাঙ্ক্ষায় একের পর এক অভিযান পরিচালনা করেন এবং সফলও হন। অভিযানের মূল উদ্দেশ্য নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতবিরােধ দেখা দেয়। - জনাব ক’ সাহেবের সাথে নিচের কোন চরিত্রের মিল রয়েছে?
(ক) মুহম্মদ বিন কাসিম
(গ) সুলতান মাহমুদ
(খ) মুহম্মদ ঘুরি
(ঘ) বখতিয়ার খলজি - উদ্দীপকে ‘ক’ সাহেবের বহুবার অভিযানের কারণ—
(i) অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন
(ii) রাজ্য বিস্তার
(iii) রাজ্যের নিরাপত্তা নিশ্চিতকরণ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
উদ্দীপকটি পড়ে নিচের দু’টি প্রশ্নের উত্তর দাও-
রােমান সাম্রাজ্যের পতনের যুগে জননেতা এ্যাটিলা পশ্চিম ইউরােপে ক্রমাগত আক্রমণ করে একের পর এক অঞ্চল জয় করেন। অবশেষে তিনি সম্পূর্ণ সামরিক উদ্দেশ্যে খ্রিষ্ট জগতের পবিত্র শহর রােম আক্রমণ করেন। - এ্যাটিলার কর্মকাণ্ডের সাথে কোন মুসলিম শাসকের কর্মকাণ্ডের মিল রয়েছে?
(ক) মুহাম্মদ ঘুরি
(গ) কুতুবউদ্দিন আইবেক
(খ) সুলতান মাহমুদ
(ঘ) নাসিরউদ্দিন কুবাচা - এ্যাটিলার নােম অভিযানের সাথে উক্ত সুলতানের কোন অভিযানের মিল রয়েছে?
(ক) কাশ্মির
(খ) গুজরাট
(গ) পাঞ্জাব
(ঘ) সােমনাথ
উদ্দীপকটি পড়ে নিচের দু’টি প্রশ্নের উত্তর দাও-
হাসিব একটি অঞ্চলে বার বার অভিযান পরিচালনা করে সেখানকার ধন-সম্পদ হস্তগত করে নিজ দেশে ব্যবহারের চিন্তা-ভাবনা করেন। তিনি যে অঞ্চলে অভিযান পরিচালনা করেছিলেন তা ছিল প্রচুর ধনসম্পদে ভরপুর একটি অঞল।
- উদ্দীপকের হাসিবের সাথে কোন বিজেতার মিল রয়েছে?
(ক) নবাব সিরাজ উদ্দৌলার
(গ) মুহাম্মদ ঘুরির
(খ) সুলতান মাহমুদের
(ঘ) টিপু সুলতানের - এরূপ একটি অভিযানের ফলে আফগানরা ভারতবর্ষ থেকে-
(i) প্রচুর ধন-রত্ন লাভ করে
(ii) নতুন নতুন সংস্কৃতির আদান-প্রদান ঘটে
(iii) সহনশীলতা শেখে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
উদ্দীপকটি পড়ে নিচের দু’টি প্রশ্নের উত্তর দাও-
তানভীর বিশ্বজয়ের স্বপ্ন দেখে। সে এক আরব বিজেতার মতাে হতে চায় যিনি ১৭ বার ভারতবর্ষে অভিযান পরিচালনা করেছিলেন এবং প্রত্যেক বারই অভিযানে সফল হয়েছিলেন। - তানভীর কার মতাে হতে চায়?
(ক) ইবনে বতুতা
(গ) সুলতান মাহমুদ
(খ) মুহাম্মদ ঘুরি
(ঘ) কুতুবউদ্দিন - এ ধরনের এক বিজেতা চেয়েছিলেন
(i) ভারতবর্ষে অর্থনৈতিক উন্নতি সাধন
(ii) ইসলাম ধর্ম প্রচার
(iii) মধ্য এশিয়ায় একটি শক্তিশালী রাজ্য প্রতিষ্ঠা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
অনলাইনে সকল বিষয়ের উপর পরিক্ষা দিতে চাইলে ONLINE EXAM এখানে ক্লিক করুন!